Sanaul Mowla Sufian

সফটটেক আইটি ইন্সটিটিউট

সফটটেক আইটি ইন্সটিটিউট সফটটেক আইটির একটি অঙ্গ প্রতিষ্ঠান। আমাদের সকল কোর্স চার মাস মেয়াদী এবং ৪ মাস কাজ শেখার মাধ্যমে স্টুডেন্টদেরকে এক্সপার্ট করে তোলা হয় । শুধুমাত্র কোর্স করানোই আমাদের দায়িত্ব নয় । কোর্স শেষ হওয়ার পর কিভাবে কাজ পেতে হয় এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয়, তার সবই দেখানো হয় এবং সব রকম সাহায্য করা হয় । প্রত্যেকটা স্টুডেন্টকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য, কারন শুধুমাত্র স্কিল ডেভেলপ করলেই বা স্কিল ডেভেলপ না করে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করলেই তো হবেনা। আগে স্কিল ডেভেলপ করতে হবে, তারপর প্রফেশনাল কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। 

 
ছানাউল মাওলা সুফিয়ান

প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা সফটটেক-আইটি

সাফল্য সাধারণত তাদের জন্য আসে যারা এটির জন্য খুব ব্যস্ত

কোর্সের বিস্তারিত

  • ভিডিও ক্লাস

    সফটটেক আইটি ইন্সটিটিউট এর প্রতিটি ক্লাস ভিডিও রেকর্ডিং করা হয় । ফলে, আপনি যদি কোন কারণে ক্লাস না করতে পারেন তাহলেও ক্লাস মিস হওয়ার কোন সম্ভবনা নেই ।

  • অনলাইন কোর্স

    যারা ঢাকার বাইরে থাকেন কিংবা সফটটেক আইটির অফিসে এসে ক্লাস করতে পারবেন না তাদের জন্য অনলাইন এ কোর্স করার সুবিধা রয়েছে । তাই, আপনি যেকোনো স্থান থেকে ক্লাস করার সুযোগ পাচ্ছেন ।

  • সাপোর্ট ব্যবস্থা

    শুধুমাত্র কোর্স করানোই আমাদের দায়িত্ব নয় । কোর্স শেষ হওয়ার পর কিভাবে কাজ পেতে হয় এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয়, তার সবই দেখানো হয় এবং সব রকম সাহায্য করা হয় ।

  • ইন্সটলমেন্ট সুবিধা

    আমাদের কোর্স এ ইন্সটলমেন্ট এর সুবিধা রয়েছে । অর্থাৎ, আপনি চাইলে কোর্স ফি কিস্তিতে পরিশোধ করতে পারবেন ।

  • ওয়েব হোস্টিং

    সফটটেক আইটি ইন্সটিটিউট এর স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য প্রয়োজনীয় ডোমেইন এবং হোস্টিং সফটটেক আইটি ইন্সটিটিউট থেকে প্রদান করা হয় ।

  • ইউটিউব চ্যানেল

    সফটটেক আইটি ইন্সটিটিউট এর ইউটিউব চ্যানেলে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সংক্রান্ত টিউটোরিয়াল রয়েছে ।

সফটটেক আইটি আয়োজন করতে যাচ্ছে ফ্রিল্যান্সিং বিষয়ক উন্মুক্ত সেমিনার

আসন্ন সেমিনার

24 August
Softtech-it
আব্দুল্লাহ আল আরিফ ইন্সট্রাক্টর এন্ড ওয়েব ডেভেলপার
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক উন্মুক্ত ওয়ার্কশপ অনলাইন
সন্ধ্যা ৭ঃ৩০ - ৮ঃ৩০ মিনিট
join now
31 August
Softtech-it
ইফতেখার মাহমুদ ইন্সট্রাক্টর এন্ড ওয়েব ডেভেলপার
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক উন্মুক্ত ওয়ার্কশপ অনলাইন
সন্ধ্যা ৭ঃ১৫ - ৮ঃ৪৫ মিনিট
join now

আমাদের গল্প

আমাদের শিক্ষার্থীদের মতামত

১৫০ অর্ডার কমপ্লিট

আলহামদুল্লিলাহ, ১৫০+ অর্ডার শেষ করলাম।

অনেক দিন যাবত ব্যস্ততার কারনে আমার কাজের পোষ্ট গুলো দিতে পারি নি। কিন্তু সফটেক আইটির প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে। মো তরিকুল মওয়া সুজন স্যার এবং রনি স্যার কে অনেক ধন্যবাদ এমন একটি প্রতিষ্টান তৈরি করার জন্য।

SoftTech-IT
মো রেদুয়ানুল ইসলাম
অফলাইন বেচ ১৪৮

আরো কিছু প্রোজেক্ট শেষ করলাম

আমি ভাবতে পারিনি এত তারাতারি আমি ভালো কিছু করতে পারব।

সবাই আমার জন্য দুয়া করবেন এবং আমি যেন অনেক কিছু শিখতে পারি। সফটটেক আইটি পরিবারে সবার জন্য ভালোবাসা এবং দুয়া রইল।

SoftTech-IT
আরিখ খান
অফলাইন বেচ ১৯৪

ফাইবারে আমার প্রথম অর্ডার শেষ করলাম

আলহামদুল্লিল্লাহ, আমি ফাইবার এ আমার প্রথম অর্ডার শেষ করলাম। আমি সফটটেক আউটির গ্রাফিক ডিজাইন বেচের স্টুডেন্ট ছিলাম।
ধন্যবাদ সফটটেক আউটি। বিশেষ করে সুজন স্যার এবং জাকারিয়ে স্যার কে অসংখ্য ধন্যবাদ।
আমার জন্য সবাই দুয়া করবেন। আমি যে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি।

SoftTech-IT
নাফিস
অফলাইন বেচ ০৩

ফাইবারে কিছু অর্ডার শেষ করলাম

আলহামদুলিয়াহ, আল্লাহর অশেষ রহমতে রমজান মাসে ফাইভারে ১৫০ রিভিউ কমপ্লিট হলো , জার্নিটা এত সহজ ছিলোনা ,অনেক কষ্ট আর পরিশ্রম করতে হয়েছে। আমার শিক্ষক, Mohammad Toriqul Mowla Sujan & Ifthekhar Mahmud তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের দেখানো পথে আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন আরো সামনে যেন এগিয়ে যেতে পারি। নতুনদের জন্য পরমর্শ হলো লেগে থাকেন সফলতা একদিন আসবেই, এবং অনেক প্র্যাক্টিস করতে হবে, আমি মূলত ওয়ার্ডপ্রেস ও ইলিমেন্টর নিয়ে কাজ করি। আমাকে প্রতিনিয়ত কাজে সাহায্যে করেসেন Tauhidul Islam & MD Tajul Islam Sohag ভাই। ধন্যবাদ সবাইকে।

SoftTech-IT

আমাদের পরবর্তী সেমিনারে অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব করুন

    আমাদের ফ্রি কোর্সগুলো দেখতে ভিজিট করুন
    ফ্রি কোর্স
    আমাদের ফ্রি কোর্সগুলো দেখতে ভিজিট করুন
    ফ্রি কোর্স