সফটটেক আইটি ইন্সটিটিউট সফটটেক আইটির একটি অঙ্গ প্রতিষ্ঠান। আমাদের সকল কোর্স চার মাস মেয়াদী এবং ৪ মাস কাজ শেখার মাধ্যমে স্টুডেন্টদেরকে এক্সপার্ট করে তোলা হয় । শুধুমাত্র কোর্স করানোই আমাদের দায়িত্ব নয় । কোর্স শেষ হওয়ার পর কিভাবে কাজ পেতে হয় এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয়, তার সবই দেখানো হয় এবং সব রকম সাহায্য করা হয় । প্রত্যেকটা স্টুডেন্টকে সফল ফ্রীল্যান্সার হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য, কারন শুধুমাত্র স্কিল ডেভেলপ করলেই বা স্কিল ডেভেলপ না করে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করলেই তো হবেনা। আগে স্কিল ডেভেলপ করতে হবে, তারপর প্রফেশনাল কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা সফটটেক-আইটি
সাফল্য সাধারণত তাদের জন্য আসে যারা এটির জন্য খুব ব্যস্ত
সফটটেক আইটি ইন্সটিটিউট এর প্রতিটি ক্লাস ভিডিও রেকর্ডিং করা হয় । ফলে, আপনি যদি কোন কারণে ক্লাস না করতে পারেন তাহলেও ক্লাস মিস হওয়ার কোন সম্ভবনা নেই ।
যারা ঢাকার বাইরে থাকেন কিংবা সফটটেক আইটির অফিসে এসে ক্লাস করতে পারবেন না তাদের জন্য অনলাইন এ কোর্স করার সুবিধা রয়েছে । তাই, আপনি যেকোনো স্থান থেকে ক্লাস করার সুযোগ পাচ্ছেন ।
শুধুমাত্র কোর্স করানোই আমাদের দায়িত্ব নয় । কোর্স শেষ হওয়ার পর কিভাবে কাজ পেতে হয় এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করতে হয়, তার সবই দেখানো হয় এবং সব রকম সাহায্য করা হয় ।
আমাদের কোর্স এ ইন্সটলমেন্ট এর সুবিধা রয়েছে । অর্থাৎ, আপনি চাইলে কোর্স ফি কিস্তিতে পরিশোধ করতে পারবেন ।
সফটটেক আইটি ইন্সটিটিউট এর স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য প্রয়োজনীয় ডোমেইন এবং হোস্টিং সফটটেক আইটি ইন্সটিটিউট থেকে প্রদান করা হয় ।
সফটটেক আইটি ইন্সটিটিউট এর ইউটিউব চ্যানেলে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সংক্রান্ত টিউটোরিয়াল রয়েছে ।
আসন্ন সেমিনার
24
August
|
আব্দুল্লাহ আল আরিফ
ইন্সট্রাক্টর এন্ড ওয়েব ডেভেলপার
|
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক উন্মুক্ত ওয়ার্কশপ | অনলাইন সন্ধ্যা ৭ঃ৩০ - ৮ঃ৩০ মিনিট |
join now |
---|---|---|---|---|
31
August
|
ইফতেখার মাহমুদ
ইন্সট্রাক্টর এন্ড ওয়েব ডেভেলপার
|
ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং বিষয়ক উন্মুক্ত ওয়ার্কশপ | অনলাইন সন্ধ্যা ৭ঃ১৫ - ৮ঃ৪৫ মিনিট |
join now |
আলহামদুল্লিলাহ, ১৫০+ অর্ডার শেষ করলাম।
অনেক দিন যাবত ব্যস্ততার কারনে আমার কাজের পোষ্ট গুলো দিতে পারি নি। কিন্তু সফটেক আইটির প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে। মো তরিকুল মওয়া সুজন স্যার এবং রনি স্যার কে অনেক ধন্যবাদ এমন একটি প্রতিষ্টান তৈরি করার জন্য।
আমি ভাবতে পারিনি এত তারাতারি আমি ভালো কিছু করতে পারব।
সবাই আমার জন্য দুয়া করবেন এবং আমি যেন অনেক কিছু শিখতে পারি। সফটটেক আইটি পরিবারে সবার জন্য ভালোবাসা এবং দুয়া রইল।