প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ওয়েব সাইট, প্রতিষ্ঠানের নামে থাকা দরকার কারন হলো সহজে খুজে পাওয়া যাবে । যার ফলে খুবিই সহজে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য পাওয়া যাবে । ভর্তির জন্য ওয়েব সাইটথাকলে ভাল হয় । এতে কাজের সুবিধা হয়। মাসের বেতন আদায় ও রেজিষ্টেশনের জন্য কম্পিউটারে ওয়েব সাইট প্রয়োজন। প্রতিষ্ঠানে বিভিন্ন নোটিশ ওয়েব সাইটের মাধ্যমে সকল ছাএ ও ছাএীর কাছে সহজে পাঠানো যায় । তারা ও খুবিই সহজে প্রতিষ্ঠানের নোটিশ দেখতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। সফটটেক আইটি উন্নত মানের স্কুল ও কলেজের ওয়েবসাইট তৈরি করে থাকে।
বর্তমান যুগ অনলাইনের যুগ। আর এই অনলাইন যুগকে সামনে রেখে প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তাদের আগমন ঘটছে দেশের অনলাইন ব্যবসায়। এদের মধ্যে অনেকেই যেমন নতুন নতুন কৌশল, সততা ও ধৈর্যের পথ অবলম্বন করে সফল হয়েছেন, ঠিক তেমনি বাজে কৌশল, ব্যবসায় অসৎ উপায় অবলম্বন আর অধৈর্যের কারনে অনেকেই অনলাইন ব্যবসায় নিজেদের প্রতিষ্ঠিত করার আগেই ঝরে যায়। তাই অনেক সচেতন হয়ে এবং এটা সম্পর্কে যথেষ্ট ধারনা নিয়ে আগানো উচিত।
উদ্দেশ্য | খরচ (বাৎসরিক) |
---|---|
SSL সার্টিফিকেট | ২৫০০ |
ভাইরাস থেকে সাইট কে সুরক্ষিত রাখা | ২৫০০ |